হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে ১৮ মামলার পলাতক আসামি রুবেল গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

গ্রেপ্তার মো. রুবেল হোসেন। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইসহ ১৮টি মামলার পলাতক আসামি মো. রুবেল হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল র‍্যাব-৮-এর সহায়তায় পিরোজপুরের নেছারাবাদ থানার পুলিশ তাঁকে বরিশাল শহর থেকে আটক করে।

গ্রেপ্তার রুবেল নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মো. শওকত হোসেনের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় অনিয়মিতভাবে যাতায়াত করতেন। গোপনে এসে কিছুদিন থাকলেও লোকচক্ষুর অন্তরালে আবার সরে পড়তেন। এলাকাবাসীর একাংশ তার পরিবারকে ‘ডাকাত পরিবার’ হিসেবেও চিহ্নিত করে থাকে।

এ বিষয়ে সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাঈম হোসেন চান বলেন, ‘রুবেলের বোন এলাকায় পরিচিত। তবে তাঁদের পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বাইরে থেকেও শুনেছি, অনেকেই তাঁদের ডাকাত পরিবার হিসেবে চেনে। সুষ্ঠু তদন্ত হলে আরও তথ্য উঠে আসবে।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন বলেন, ‘রুবেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। শুক্রবার রাতে বরিশাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরের মধ্যে তাঁকে আদালতে হাজির করা হবে।’

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ