হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে রাতের খাবার খেয়ে একই ঘরের সবাই হাসপাতালে ভর্তি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

ভুক্তভোগীদের হাসপাতালে ভর্তি করেছেন প্রতিবেশিরা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে একই ঘরের চারজনকে অচেতন করে চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘরের চারজনকেই প্রতিবেশীরা উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার দৈহারি ইউনিয়নের থালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন অসুস্থ ব্যক্তিরা হলেন ওই ঘরের গৃহকর্তা সুমন্ত সমাদ্দার (৬৫), তাঁর স্ত্রী তারা সমাদ্দার (৫৫), ছেলে পলাশ সমাদ্দার (৩৫) এবং পুত্রবধূ তুলি সমদ্দার (২৫)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে তাঁদের জ্ঞান ফেরেনি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের নমতো রাতে তাঁরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ১০টা পর্যন্ত তাঁরা ঘুম থেকে উঠছিলেন না। এ সময় প্রতিবেশীরা ঘরে এসে তাদের ডাকাডাকি করলে কোন সাড়া দিচ্ছিলেন না। একপর্যায়ে ঘরের গৃহকর্তা সুমন্ত সমদ্দারের ছেলে পলাশ সমদ্দার ভেতর থেকে দরজা খুলেই পুনরায় বিছানায় হেলে পড়েন। ঘরে প্রবেশ করে দেখা যায়, ঘরের বাকি তিনজনও বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছেন।

ইউপি সদস্য মো. আল আমীম বলেন, `ঘটনাটি শোনার পর আমি নিজে গিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করিয়েছি। যেহেতু ঘরের সবাই এখনো অচেতন, তাই এখনো চুরির বিষয়ে কিছু জানা যায়নি।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার