হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে রাতের খাবার খেয়ে একই ঘরের সবাই হাসপাতালে ভর্তি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

ভুক্তভোগীদের হাসপাতালে ভর্তি করেছেন প্রতিবেশিরা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে একই ঘরের চারজনকে অচেতন করে চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘরের চারজনকেই প্রতিবেশীরা উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার দৈহারি ইউনিয়নের থালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন অসুস্থ ব্যক্তিরা হলেন ওই ঘরের গৃহকর্তা সুমন্ত সমাদ্দার (৬৫), তাঁর স্ত্রী তারা সমাদ্দার (৫৫), ছেলে পলাশ সমাদ্দার (৩৫) এবং পুত্রবধূ তুলি সমদ্দার (২৫)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে তাঁদের জ্ঞান ফেরেনি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের নমতো রাতে তাঁরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল ১০টা পর্যন্ত তাঁরা ঘুম থেকে উঠছিলেন না। এ সময় প্রতিবেশীরা ঘরে এসে তাদের ডাকাডাকি করলে কোন সাড়া দিচ্ছিলেন না। একপর্যায়ে ঘরের গৃহকর্তা সুমন্ত সমদ্দারের ছেলে পলাশ সমদ্দার ভেতর থেকে দরজা খুলেই পুনরায় বিছানায় হেলে পড়েন। ঘরে প্রবেশ করে দেখা যায়, ঘরের বাকি তিনজনও বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছেন।

ইউপি সদস্য মো. আল আমীম বলেন, `ঘটনাটি শোনার পর আমি নিজে গিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করিয়েছি। যেহেতু ঘরের সবাই এখনো অচেতন, তাই এখনো চুরির বিষয়ে কিছু জানা যায়নি।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে বিষয়টি দেখা হবে।

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ