হোম > সারা দেশ > পিরোজপুর

মাকে গাছের সঙ্গে বেঁধে ঘরে আগুন দেওয়া চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

গ্রেপ্তার চাকরিচ্যুত সেনাসদস্য। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের ইন্দুরকানিতে মাকে সুপারিগাছের সঙ্গে বেঁধে বসতঘরে আগুন দেওয়া চাকরিচ্যুত সেনাসদস্য মো. আল আমীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার পত্তাশী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আল আমীন (২৬) ইন্দুরকানি উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমীন নারী-সংক্রান্ত কারণে প্রথম স্ত্রীর অভিযোগে ২০২৪ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। পরে আল আমীনের চারিত্রিক সমস্যার কারণে তাঁর দ্বিতীয় স্ত্রীও তাঁকে ডিভোর্স দিয়ে চলে যান। এসব বিষয়ে আল আমীন তাঁর বাবাকে দোষারোপ করতে থাকেন।

এর জেরে গতকাল সকালে আল আমীন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তাঁর পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। পরে স্থানীয়দের খবরে ইন্দুরকানি থানার পুলিশ তাঁর বাড়িতে গেলে আল আমীন পালিয়ে যান। পরে ফিরে এসে তিনি উত্তেজিত হয়ে নিজের মাকে ঘর থেকে টেনে নিয়ে বাইরে সুপারিগাছের সঙ্গে বেঁধে রেখে বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় বাবা জয়নাল কাজী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে ইন্দুরকানি থানায় মামলা দায়ের করেন।

জানতে চাইলে জয়নাল কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘরে আগুন দিয়েছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মামলা দিয়েছি। এর বেশি কিছু বলতে চাই না।’

এ বিষয় ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত চাকরিচ্যুত সেনাসদস্য আল আমীনকে রাতেই গ্রেপ্তার করা হয়। তাঁর পিতার মামলা শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউবে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফুটানো শিখে আব্দুর রহমানের ভাগ্যবদল

পিরোজপুরে সাবেক স্ত্রীকে হত্যাচেষ্টা, হাসপাতালে গিয়েও হামলা: অভিযুক্ত আটক

নেছারাবাদে ছিনতাইকারী সন্দেহে যুবক আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

নির্দোষ আওয়ামী লীগসহ সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি বিএনপি নেতার

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ