হোম > সারা দেশ > পিরোজপুর

মোবাইল ফোন চুরিতে জরিমানা, ক্ষুব্ধ সহপাঠীর হামলায় স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের এক স্কুলছাত্র ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, নিহতের মোবাইল ফোন শ্রেণিকক্ষে চুরি হওয়ায় তার এক সহপাঠীকে জরিমানা করেন শিক্ষক। সেই ক্ষোভ থেকে সহপাঠী কিশোর ওই স্কুলছাত্রের ওপর তার সহযোগীদের নিয়ে হামলা চালায়। এর পর থেকে সে চিকিৎসাধীন ছিল। 

গতকাল বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। সে উপজেলার তেলিখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ওই স্কুলছাত্র শ্রেণিকক্ষে একটি মোবাইল ফোন নিয়ে যায়। মোবাইলটি তার সহপাঠী ও স্থানীয় সাবেক ইউপি সদস্যের ছেলে চুরি করেছে বলে সন্দেহ করে। মোবাইল চুরির বিষয়টি শ্রেণিশিক্ষক আবুল হোসেনের কাছে ওই ছাত্র অভিযোগ করে। 

একপর্যায়ে শ্রেণিশিক্ষক ওই মোবাইল চুরির অভিযোগে নিহত স্কুলছাত্রের সহপাঠীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রের ওপর তার সহপাঠী ক্ষুব্ধ হয়। 

নিহতের পরিবারের দাবি, ওই ঘটনার জেরে সেপ্টেম্বর জরিমানা করা কিশোর তার কয়েকজন সহযোগী নিয়ে স্কুলছাত্রকে আটকে বেদম মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। 

নিহতের চাচা বলেন, তাঁর ভাতিজার সহপাঠী মোবাইল চুরি করে। এর প্রতিবাদ করলে সে তার সহযোগীদের নিয়ে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শ্রেণিশিক্ষক আবুল হোসেন বলেন, ‘স্কুলছাত্রের মোবাইল ফোন চুরি হলে সে বিষয়টি আমাকে জানায়। আমি ঘটনার তদন্ত করে তার সহপাঠীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিটমাট করে দিই। পরে ওই স্কুলছাত্রকে কে বা কারা মেরেছে, তা আমার জানা নেই।’ 

ঘটনার পর থেকে অভিযুক্ত সহপাঠী ও তার পরিবারের সদস্যদের বাড়িতে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই স্কুলছাত্র গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মরদেহ এখানো ঢাকা থেকে আনা হয়নি। মরদেহ ঢাকায় ময়নাতদন্ত করে আজ শুক্রবার ভান্ডারিয়ায় নিয়ে আসা হবে বলে জেনেছি।’

নেছারাবাদে জামায়াত প্রার্থীর বিজয় শোভাযাত্রা, বিধিভঙ্গের অভিযোগ বিএনপি প্রার্থীর

পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পিরোজপুরে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১