পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে রোকেয়া বেগম নামের এক গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।
নিহত গৃহবধূর নাম রোকেয়া বেগম (৫০)। তিনি কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ঝোলাগাতী গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুর রব আকনের স্ত্রী।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান হোসেন জানান, ‘ঘটনার খবর পেয়ে আমি ও আমার সার্কেল এসপি স্যার ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’