হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে সেনাসদস্য পরিচয়ে ঈদের কেনাকাটার সময় যুবক গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ভুয়া সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম কামরুল ইসলাম (১৯)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলায় কামরুল ইসলামের গ্রামের বাড়ি। এক মাস ধরে তিনি মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়াবুনিয়া গ্রামে এক আত্মীয়ের বাসায় থাকছেন। বুধবার সন্ধ্যার পরে নান্নু শপিং কমপ্লেক্সে শেফা কসমেটিকস অ্যান্ড গার্মেন্টসের একটি দোকানে তিনি ঈদের পোশাক কিনতে যান। এ সময় তিনি নিজেকে সেনাবাহিনীর একজন সৈনিক পরিচয় দেন।

শেফা কসমেটিকস অ্যান্ড গার্মেন্টসের মালিক মো. নাসির হাওলাদার বলেন, ‘বুধবার রাতে কামরুল ইসলাম নামের এক যুবক দোকানে এসে কিছু কাপড় বাছাই করে। দর-দামের একপর্যায়ে নিজেকে সেনাবাহিনীর সৈনিক হিসেবে পরিচয় দেয়। উচ্চ স্বরে কথা বলে। দোকানে তখন আমার ছোট ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মিজান উপস্থিত ছিল। সে কামরুলের পরিচয় জানতে চাইলে তার কথায় সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, সেনাসদস্য পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে কামরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ

শখের মাশরুম চাষ থেকে বাণিজ্যিক সাফল্য বাউফলের মিলনের

জামায়াতের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি: আলতাফ

পবিপ্রবিতে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

পটুয়াখালী-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থীর মৃত্যু

পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নুর