হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী উপকূল প্লাবিত, ১৭ রুটে নৌযান চলাচল বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি

রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত। ছবি: আজকের পত্রিকা

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজ বৃহস্পতিবার জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদ-নদী ও সাগর উত্তাল থাকায় ঢাকা-রাঙ্গাবালীসহ অভ্যন্তরীণ ১৭ রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়া জানান, পায়রা বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরকে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। নদী উত্তাল থাকায় ঢাকা-রাঙ্গাবালীসহ জেলার অভ্যন্তরীণ ১৭টি রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নদীতে যাত্রীবাহী স্পিডবোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত। ছবি: আজকের পত্রিকা

আজ সারা দিন জড়ো হাওয়ার চলছে অবিরাম বৃষ্টি। জোয়ারের পানিতে উপকূলীয় রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকা তলিয়ে গেছে। দুপুরে জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে পানির প্রবল তোড়ে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে এবং তলিয়ে যায় ঘরবাড়িসহ ফসলি জমি।

অন্যদিকে অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় পটুয়াখালী পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট। পুরোনো হাসপাতাল রোড, মহিলা কলেজ রোড, মুন্সেফপাড়া, জুবিলী স্কুল রোড ও লঞ্চঘাট এলাকাসহ শহরের অধিকাংশ সড়ক। বৃষ্টি, ঝড়-বাতাস ও জোয়ারের পানিতে স্থবির হয়ে পড়েছে উপকূল অঞ্চলের মানুষের জীবনযাত্রা।

রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোসা. আখতার জাহান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ দিয়েছে। এ কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিও হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১১৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর