হোম > সারা দেশ > পটুয়াখালী

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবি, ৬ জেলে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে মাছধরার ট্রলার ডুবে চার দিন ভেসে থাকার পর উদ্ধার জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। গত শুক্রবারের ওই ঘটনার পর চার দিন ধরে সমুদ্রে ভেসে থাকা ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছ ধরার ট্রলার। এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম।

কূলে নিয়ে আসা অসুস্থ জেলেদের গতকাল সোমবার রাতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিখোঁজ জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।

উদ্ধার জেলেরা জানান, গত বৃহস্পতিবার সকালে আবদুর রশিদ মাঝি ১৫ জেলেসহ মহিপুর থেকে ওই ট্রলারটি নিয়ে গভীর সাগরে যান। শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলার পর হঠাৎ একটি ঝড় ও উত্তাল ঢেউয়ের আঘাতে তাঁদের ট্রলারটি ডুবে যায়। এ সময় তাঁদের কাছ থেকে একজন হারিয়ে যান। তাঁরা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে দুই দফায় আরও পাঁচজন হারিয়ে যান। পরে তাঁরা ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছালে গতকাল রাতে দুটি ট্রলার ওই ৯ জেলেকে উদ্ধার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গত শনিবার ট্রলারের মালিক কিশোর হাওলাদার ট্রলার ডুবে জেলে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা নিখোঁজ ছয় জেলেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার