হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় মন্দিরে পূজা দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ মতুয়া গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

গ্রেপ্তার পলাশ হাওলাদার, বিপ্লব হাওলাদার ও বাবুল হাওলাদার। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কৃষ্ণভক্তের দায়ের করা মামলায় তিন আসামি গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মতুয়া সম্প্রদায়ের এবং ওই মামলার ২ নম্বর আসামি উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের পরেশ হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (৩৫), ৩ নম্বর আসামি বাবুল হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (৩৫) ও ১৬ নম্বর আসামি গৌরঙ্গ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০)।

থানা সূত্রে জানা যায়, উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে ১৪ জানুয়ারি রাতে এবং ১৫ জানুয়ারি সকালে মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে কৃষ্ণভক্ত ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৪ জন আহত হন। ৭-৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে কৃষ্ণভক্তের দেবাংশু হাওলাদারকে ১৮ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২১ জানুয়ারি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেবাংশু হাওলাদার।

ওই ঘটনায় কৃষ্ণভক্তের ভবরঞ্জন হাওলাদার বাদী হয়ে মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে থানায় মামলা করেন। এই মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে পলাশ হাওলাদার, বিপ্লব হাওলাদার ও বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতেই বিষয়টি দশমিনা থানায় জানানো হয়। পরে থানা-পুলিশ আজ বুধবার দুপুরে তাঁদের দশমিনা থানায় নিয়ে আসে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর