হোম > সারা দেশ > পটুয়াখালী

মাদ্রাসা সুপারের পদত্যাগে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে চাঁদা দাবি ও জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় গতকাল বুধবার বিকেলে সুপারিনটেনডেন্ট হাবিবুর বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

মামলায় আসামি করা হয়েছে মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধা এবং দলীয় কর্মী মো. মজনু মৃধা, মো. দুলাল মৃধা, মো. আব্দুল করিম ও মো. মাসুদ।

মামলার হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী চিত্তরঞ্জন দাস। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলা আমলে নিয়ে মির্জাগঞ্জ থানাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলা থেকে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট আসামিরা মজিদবাড়িয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং জোর করে একটি পদত্যাগপত্রে স্বাক্ষর নেন।

ওই ঘটনায় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট প্রথমে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ১৮ আগস্ট বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন মৃধা ও তাঁর দলবল নিয়ে মাদ্রাসায় গিয়ে সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই ঘটনায় গতকাল বুধবার মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মো. মোজাম্মেল হোসেন মৃধা বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। কারও কাছে কোনো চাঁদা দাবি করিনি।’

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার