হোম > সারা দেশ > পটুয়াখালী

আমরা যদি ভুল করি, জনগণ আমাদেরও ছাড়বে না: নুর

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছিল, সেটি যেন ফিরে না আসে, সে জন্য রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে। কিন্তু আমরা যদি সেই ভুল করি—দখলদারি, চাঁদাবাজি, মানুষের ওপর জুলুম চালাই; তাহলে জনগণ আমাদেরও ছাড়বে না।’

আজ সোমবার পটুয়াখালী জেলা পরিষদ শিশুপার্কে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগকেও জনগণ ছাড়েনি। কারণ, তাদের বিরুদ্ধে আন্দোলন কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে। তাই রাজনৈতিক নেতাদের সহনশীল হতে হবে এবং জনগণের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। যদি আমরা এখন শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে ভোটের সময় জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, আর বিপদ কেটে গেলে ভুলে যায়। রাজনীতিতেও একই চিত্র দেখা যায়—বিপদে সবাই ঐক্য চায়, কিন্তু বিপদ উতরে গেলে নিজেকে সর্বেসর্বা মনে করে।’

ডাকসুর সাবেক এ ভিপি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। এখন রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে, নেতারা রাস্তায় নেমেছে। কিন্তু যদি রাজনৈতিক বিভাজন থেকেই যায়, তাহলে এটাই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।’

গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উচ্চতর পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সাধারণ সম্পাদক শাহ আলমসহ জেলা ও উপজেলার নেতা-কর্মীরা।

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে