হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে বৈরী আবহাওয়ার মধ্যেও চলছে অক্সিজেন সেবা

প্রতিনিধি, পটুয়াখালী

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এমন বৈরী আবহাওয়ার মধ্যেও করোনা রোগীদের অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে `মেয়র অক্সিজেন ব্যাংক' এর সেবা কার্যক্রম।

পটুয়াখালী পৌর এলাকার করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যা হলে দ্রুতই বাড়িতে মিলবে অক্সিজেন সেবা। এ কারণে পটুয়াখালী পৌর সভার মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ “মেয়র অক্সিজেন ব্যাংক” নামে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু করেছেন। গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে পটুয়াখালী পৌরসভা কার্যালয় শুরু হওয়া এই কার্যক্রম ইতিমধ্যে সারা শহরে ব্যাপক সারা ফেলেছে।

মেয়র অক্সিজেন ব্যাংকের সমন্বয়ক ফরহাদ জামান বাদল জানান, `মেয়র অক্সিজেন ব্যাংক' এর ২৫টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এ পর্যন্ত ২০ থেকে ২২ জন রোগীকে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় বৈরী আবহাওয়ার মধ্যেও ৮টি সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, ’ আমরা একজন রোগীকে ৭ থেকে ৮ বার ও অক্সিজেন সিলিন্ডার দিয়ে থাকি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে থেমে থাকেনি আমাদের কার্যক্রম। তবে পটুয়াখালীতে অক্সিজেন সংকটের যে রুপ ধারণ করেছে। পটুয়াখালীতে সিলিন্ডার রিফিল করার কোন ব্যবস্থা নেই। যদি সিলিন্ডার রিফিল করার ব্যবস্থা হতো তাহলে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেতো। এ জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।’

পটুয়াখালী পৌর সভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘২৪ ঘণ্টা এই অক্সিজেন ব্যাংকের সেবা চালু রয়েছে। দুর্যোগপূর্ণ এই বৈরী আবহাওয়ায় ও থেমে নেই আমাদের সেবা কার্যক্রম। শ্বাসকষ্টজনিত সমস্যা হলে হটলাইন নম্বর ০১৩১৩-১০০০৯৩ তে কল করে বিনা মূল্যে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।’

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫