হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে সড়ক দুর্ঘটনায় ফল ব্যবসায়ীর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দিলীপ পাল (৬৮) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালাইয়া-বগা মহাসড়কের বাউফল ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপ পাল উপজেলার বগা বাজারের ফল ব্যবসায়ী ও রাজনগর গ্রামের উপেন্দ্র পালের ছেলে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ফল ব্যবসায়ী দিলীপ পাল আজ মঙ্গলবার সকালে উপজেলার কালাইয়া বন্দর থেকে ফল নিয়ে ইজিবাইকযোগে যাওয়ার পথে ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে দুপুরের দিকে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত দিলীপ পালের ছেলে সঞ্জিব পাল বলেন, গুরুতর আহত অবস্থায় তাঁর বাবাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করালে দুপুরের দিকে চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, টমটম ও ইজিবাইক চালক পালিয়ে গেছেন। টমটম ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী