পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার হওয়া এ হামলায় দলটির প্রায় ২০ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংস সরকার কুট্টি। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন বলছে, ‘কোনো হামলা হয়নি’।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বনানী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার। পরে জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংস সরকার কুট্টির বক্তব্যের মাঝামাঝি সময়ে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ বিষয়ে হামলায় অংশ নেওয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘এখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। পরিস্থিতি যে রকম স্বাভাবিক ছিল ওই রকমই আছে। এ ছাড়া বিএনপি সমাবেশের কোনো অনুমতি নেয়নি।’