হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলায় আহত ২০, প্রশাসন ও আ. লীগের অস্বীকার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার হওয়া এ হামলায় দলটির প্রায় ২০ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংস সরকার কুট্টি। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসন বলছে, ‘কোনো হামলা হয়নি’। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের বনানী এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

জানা যায়, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার। পরে জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংস সরকার কুট্টির বক্তব্যের মাঝামাঝি সময়ে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংস সরকার কুট্টি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ শুরু করার পরে আমার বক্তব্য চলাকালে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আমাদের ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে। এখানে আমাদের কেন্দ্রীয় একজন নেতা উপস্থিত ছিলেন। অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।’ 

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. মো. মজিবুর রহমান সরোয়ার বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী সে দিন বলল, ‘‘বিরোধী দল নেই। বিরোধী দল সভা সমাবেশ করতে পারে।’’ কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রীর কথায়ও কাজ হয় না। সংসদ ও দেশে বিরোধী দলহীন রাজনীতি চলছে। এর বিরুদ্ধে সত্যিকার অর্থে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

এ বিষয়ে হামলায় অংশ নেওয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ কোনো মন্তব্য করতে রাজি হননি। 
 
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে এ বিষয়ে আমার জানা নেই। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা হয়ে থাকলে এর দায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের ওপর চাপিয়ে দিতে চাইছে।’ 

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘এখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। পরিস্থিতি যে রকম স্বাভাবিক ছিল ওই রকমই আছে। এ ছাড়া বিএনপি সমাবেশের কোনো অনুমতি নেয়নি।’

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা