পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার হয়েছেন স্বেচ্ছাসেবী আহসানুল্লাহ মুনিম। উপজেলা সিপিপি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সিপিপি সূত্র জানায়, ইউনিট টিম লিডার, ডেপুটি টিম লিডার পুরুষ, ডেপুটি টিম লিডার নারী পদে নির্বাচন হয়েছে আজ শনিবার। এতে ইউনিট টিম লিডার পদে আহসানুল্লাহ মুনিম ৩৮ ভোটে বিজয়ী হন।
প্রিসাইডিং অফিসার এ এস এম আরিফুর রহমান জানান, ডেপুটি টিম লিডার পুরুষ ও নারী পদে একক প্রার্থী থাকায় ভোট হয়নি। বেসরকারিভাবে ইউনিট টিম লিডার হিসেবে আহসানুল্লাহ মুনিম, ডেপুটি টিম লিডার পুরুষ মো. বাবুল হোসেন ও নারী পদে ছালমা বেগমকে নির্বাচিত ঘোষণা করা হয়।