হোম > সারা দেশ > পটুয়াখালী

নোঙর করা নিয়ে প্রতিযোগিতা, দুই লঞ্চের সংঘর্ষে আহত ১৫

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী এমভি ধুলিয়া এবং এমভি বন্ধন লঞ্চের সংঘর্ষে মার্জিয়া নামে দুই বছরের এক শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাট পন্টুনে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ব্যক্তিদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, কালাইয়া বন্দর লঞ্চঘাট থেকে বিকেল ৪টায় এমভি ধুলিয়া ও এমভি বন্ধন নামে দুটি ডাবল ডেকার লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চ দুটি সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাটে নোঙর করা নিয়ে প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বন্ধন লঞ্চটি পন্টুনে আগে নোঙর করলে ধুলিয়া লঞ্চটি সেটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পন্টুনে থাকা যাত্রীরা ছিটকে পড়ে। পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে শিশু মার্জিয়া। মার্জিয়াসহ মেহেদি হামান (৩২) ও আশ্রাফ গাজীকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী