হঠাৎ করে পেট্রল উধাও হয়ে গেছে পটুয়াখালীর দশমিনায় উপজেলায়। শনিবার সকাল থেকে উপজেলার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। দুই-একটি দোকানে পাওয়া গেলেও দাম নেওয়া হচ্ছে অনেক বেশি। পেট্রল সংকটের অজুহাতে পেট্রলচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের অভিযোগ। এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে চালক ও যাত্রীদের মাঝে।
উপজেলার নলখোলা বন্দরের ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক মহিউদ্দিন, স্বপন ও রিফাত জানান—গত দুই দিন ধরে দশমিনার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। আবার দুই-একটি দোকানে পাওয়া গেলেও তার দাম নেওয়া হচ্ছে অতিরিক্ত। প্লাস্টিকের বোতলে লিটার মেপে প্রতি লিটার পেট্রল আগে বিক্রি হতো ৯০ টাকা দরে এখন তা এখন বেড়ে হয়েছে এক শ টাকা। তাই তারাও ভাড়া বাড়িয়েছেন। তাঁদের দাবি, সিন্ডিকেট করে পেট্রলের দাম বাড়ানো হচ্ছে।
উপজেলা সদরের তেল ব্যবসায়ী মো. কবির ও নাসির উদ্দিন জানান, তাঁরা দুই দিন ধরে পাইকারি দরে পেট্রল কিনতে পারছেন না। ডিলারদের কাছে বারবার ফোন করলেও তাঁরা জানাচ্ছেন—পেট্রলের সরবরাহ নেই।
নয়ন ও সবুজ নামে দুই যাত্রীর অভিযোগ, দশমিনায় পেট্রল না থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। দশমিনা সদর থেকে আগে পটুয়াখালীর লোহালিয়া পর্যন্ত মোটরসাইকেলে আগে ভাড়া ছিল দেড় শ থেকে ১৮০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ২ শ থেকে ২ শ ৪০ টাকা। এতে যাত্রীরা ও বিভিন্ন বাহন চালকেরা চরম বিপাকে পড়েছেন।
এ বিষয় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এ প্রতিনিধিকে বলেন, দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উপজেলার ব্যবসায়ীদের ডেকে সচেতন করা হবে।