হোম > সারা দেশ > পটুয়াখালী

দুই দিন ধরে পেট্রল নেই দশমিনায়

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

হঠাৎ করে পেট্রল উধাও হয়ে গেছে পটুয়াখালীর দশমিনায় উপজেলায়। শনিবার সকাল থেকে উপজেলার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। দুই-একটি দোকানে পাওয়া গেলেও দাম নেওয়া হচ্ছে অনেক বেশি। পেট্রল সংকটের অজুহাতে পেট্রলচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের অভিযোগ। এ নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে চালক ও যাত্রীদের মাঝে। 

উপজেলার নলখোলা বন্দরের ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক মহিউদ্দিন, স্বপন ও রিফাত জানান—গত দুই দিন ধরে দশমিনার কোথাও পেট্রল পাওয়া যাচ্ছে না। আবার দুই-একটি দোকানে পাওয়া গেলেও তার দাম নেওয়া হচ্ছে অতিরিক্ত। প্লাস্টিকের বোতলে লিটার মেপে প্রতি লিটার পেট্রল আগে বিক্রি হতো ৯০ টাকা দরে এখন তা এখন বেড়ে হয়েছে এক শ টাকা। তাই তারাও ভাড়া বাড়িয়েছেন। তাঁদের দাবি, সিন্ডিকেট করে পেট্রলের দাম বাড়ানো হচ্ছে। 

উপজেলা সদরের তেল ব্যবসায়ী মো. কবির ও নাসির উদ্দিন জানান, তাঁরা দুই দিন ধরে পাইকারি দরে পেট্রল কিনতে পারছেন না। ডিলারদের কাছে বারবার ফোন করলেও তাঁরা জানাচ্ছেন—পেট্রলের সরবরাহ নেই। 

নয়ন ও সবুজ নামে দুই যাত্রীর অভিযোগ, দশমিনায় পেট্রল না থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। দশমিনা সদর থেকে আগে পটুয়াখালীর লোহালিয়া পর্যন্ত মোটরসাইকেলে আগে ভাড়া ছিল দেড় শ থেকে ১৮০ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে ২ শ থেকে ২ শ ৪০ টাকা। এতে যাত্রীরা ও বিভিন্ন বাহন চালকেরা চরম বিপাকে পড়েছেন। 

এ বিষয় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল এ প্রতিনিধিকে বলেন, দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উপজেলার ব্যবসায়ীদের ডেকে সচেতন করা হবে। 

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ