হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় দেখা মিলল মেলো মেলো প্রজাতির শামুক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ফ্রাই মার্কেটে বড় আকারের মেলো মেলো প্রজাতির শামুকের দেখা মিলেছে। এক একটি শামুকের ওজন এক থেকে দেড় কেজি। 

গতকাল শনিবার সন্ধ্যায় বেল্লাল ভাইয়ের ফ্রাই মার্কেট নামে একটি দোকানে এসব শামুক দেখা যায়। শামুকগুলো এক নজর দেখতে ভিড় জমান পর্যটকেরা। এ সময় কয়েকজন পর্যটক এসব শামুক ১ হাজার টাকা কেজি হিসেবে খাওয়ার জন্য ক্রয় করেন। 

ফিশ ফ্রাই মার্কেটের দোকানি বেল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, শনিবার বিকেলে মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬০০ টাকা কেজি হিসেবে এগুলো ক্রয় করে নিয়ে আসেন। এগুলো আগে কখনো বিক্রি করিনি’

জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি আজকের পত্রিকাকে বলেন, ‘এটার বৈজ্ঞানিক নাম মেলো মেলো। সাধারণ নাম বেইলার শেল। এটি খুব বড় ভোজ্য সামুদ্রিক শামুক। বিভিন্ন দেশের খাবারের তালিকায় এটা বেশ প্রসিদ্ধ। এটা সামুদ্রিক প্রজাতির হলেও সচরাচর কম পাওয়া যায়। এ প্রজাতির শামুক ভারত ও মিয়ানমারে পাওয়া যায়। বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজারে কিছু পাওয়া গেলেও আমাদের এ অঞ্চলে এগুলো একদমই কম।’ 

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘এসব শামুক সাধারণত এই উপকূলীয় এলাকায় দেখা মেলে না। এসব শামুক গভীর সমুদ্রে বিচরণ করে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী