হোম > সারা দেশ > পটুয়াখালী

ডায়াবেটিস চিহ্নিত করতে পটুয়াখালীতে সচেতনতা সভা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে পাশে বসিয়ে ডিসির কর্মসূচি। ছবি: সংগৃহীত

তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীর ডায়াবেটিক হাসপাতালে ডায়াবেটিস চিহ্নিত করতে সভা করেছে ডায়াবেটিক সমিতি। সম্প্রতি অনুষ্ঠিত ওই সভায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সঙ্গে স্থানীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।

ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। তাঁর বাঁ পাশে মঞ্চে বসা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

অনুষ্ঠানে সিভিল সার্জন এস এম কবির হাসান, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শফিকুর রহমান চাঁন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতার মঞ্চে বসা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি করে। কেউ কেউ তাকে অনুষ্ঠানের রাখা নিয়ে সমালোচনা করেন। তবে ডায়াবেটিক সমিতি বলেছে, শফিকুর রহমান চাঁনকে সমিতির আজীবন সদস্য হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে।

জানতে চাইলে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শিকদার বলেন, ‘অনুষ্ঠানে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই লাইফ মেম্বার (আজীবন সদস্য)। এর বাইরে কেউ নেই। এছাড়া ওখানে কোনো প্রধান অতিথি ও বিশেষ অতিথি রাখা হয়নি। ডিসি স্যার সভাপতি ছিলেন।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী