হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

রিয়াজ মুন্সি (৩৭) ও সুজন হাওলাদার (২৮) । ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণ মামলার মূল আসামি হোসেন হাওলাদার এবং ২০২০ সালে এক নারীকে (২৭) ধর্ষণের ঘটনার মামলার পরোয়ানাভুক্ত আসামি রিয়াজ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশপাড়া ও কালাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ।

গ্রেপ্তার সুজন হাওলাদার (২৮) কালাইয়া ইউনিয়নের সেলিম হাওলাদের ছেলে এবং রিয়াজ মুন্সি (৩৭) দাশপাড়া ইউনিয়নের বারেক মুন্সির ছেলে।

পুলিশ জানায়, পরিবারের লোকজন কাজের সুবাধে বাইরে থাকার সুযোগে ১৬ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন হোসেন। ঘটনা সরাসরি দেখে প্রতিবাদ করলে কিশোরীর মা ও ফুফুকে মারধর করেন অভিযুক্ত হোসেন, তাঁর পিতা সেলিম ও ভাই হাসান। এ ঘটনায় ভিকটিমের ভাই ৮ ফেব্রুয়ারি বাউফল থানায় মামলা করেন।

ঘটনার দিনই মারধরে অভিযুক্ত হাসান ও সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পালিয়ে যান মূল অভিযুক্ত হোসেন। আজ সকালে পলাতক হোসেনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।

অপর দিকে ২০২০ সালে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় করা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিয়াজ মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দাশপাড়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘পৃথক দুটি ধর্ষণ মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী