হোম > সারা দেশ > পটুয়াখালী

মহিব্বুরকে ‘রাতের ভোটের এমপি’ বললেন আ. লীগ নেতা মাহবুব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমানকে ‘রাতের ভোটের এমপি’ বললেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার। উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুমান হাসনাতের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের একপর্যায়ে মাহবুবুর রহমান এমন মন্তব্য করেন। তাঁদের কথোপকথনের অডিও রেকর্ড ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন শ্রমিক লীগ নেতা রুমান। 

ডালবুগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুমান হাসনাত আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বর্তমান সংসদ সদস্য মহিব্বুর রহমানের ছবি ফেসবুকে দিয়ে মানবতার ফেরিওয়ালা লিখে স্ট্যাটাস দিয়েছি। এটা দেখে মাহবুব তালুকদার আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি।’ 

মাহবুব তালুকদারের সঙ্গে মোবাইলে কথোপকথন রেকর্ড করেন শ্রমিক লীগ নেতা রুমান হাসনাত। পরে সেটি তিনি তাঁর ফেসবুক আইডিতে শেয়ার করেন। এরপরই বিষয়টি ভাইরাল হয়ে যায়। অডিও রেকর্ড শেয়ার করার কথা রুমান স্বীকারও করেছেন। 

অডিও রেকর্ডে শোনা যায়, কথোপকথনের একপর্যায়ে মাহবুব তালুকদারকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা নমিনেশন দেয়নি হ্যারে। আর ভোটও দেওনি। রাত্রে ভোট হইয়া গেছে।’ এ সময় শ্রমিক লীগ নেতা রুমান হাসনাতকে হুমকি দিয়ে মাহবুব তালুকদার আরও বলেন, ‘আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। মহিবকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেও, আবার আওয়ামী লীগ করতে চাও। তুই কেমনে আওয়ামী লীগ করোছ আমি দেখে নেব। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিল।’ 

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ ধরনের মন্তব্য করিনি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। যা আমি ইতিমধ্যেই দলের হাইকমান্ডকে জানিয়েছি।’ 

এর আগে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল তালুকদারের জিহ্বা কেটে নেওয়ার হুমকি দেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই ছাত্রলীগ নেতা।

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার