পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ মাসের সাজাপ্রাপ্ত এক আসমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার মাধবখালী ইউনিয়নের মুন্সিরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. নান্নু হাওলাদার (৪৮)। তিনি উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা চতুর্থ খণ্ডের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, পটুয়াখালী আদালতের একটি চেক ডিজঅনার মামলায় ২০২৪ সালের ২৮ আগস্ট আসামি নান্নু হাওলাদারকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক এবং ১ লাখ ৩১ হাজার ৬৭৩ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, চেক ডিজঅনার মামলায় পাঁচ মাসের সাজাপ্রাপ্ত আসামি নান্নু হাওলাদেরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।