হোম > সারা দেশ > পটুয়াখালী

অপহৃত নারীদের দিয়ে পতিতাবৃত্তির অভিযোগে হোটেল মালিক গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় হোটেল রেডিয়েশনে অপহরণের পর নারীদের দিয়ে পতিতাবৃত্তির অভিযোগে হোটেল মালিক মো. নুর হোসেন খানকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নুর হোসেন খান নীলগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. মতি খানের ছেলে। তিনি ওই হোটেলের মালিক। 

স্থানীয় সূত্রে জানা যায়, ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বাসিন্দা মো. শানু মাঝি ও মো. নুরু হোসেন খান এই হোটেল পরিচালনার (ভাড়া সূত্রে) দায়িত্বে আছেন। নুর হোসেন খান বিভিন্ন পতিতাদের তাঁর স্ত্রীর পরিচয়ে এনে দেহব্যবসার কাজ করে আসছিল। 

কুয়াকাটা টুরিস্ট পুলিশ পরিদর্শক মো. হাচনাইন পারভেজ বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য মহিপুর থানায় সোপর্দ করা হয়েছে। কুয়াকাটার কিছু চিহ্নিত হোটেলে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ আছে।   

এ ব্যাপারে মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, খুলনা থেকে অপহরণ করে এনে এক নারীকে দিয়ে পতিতাবৃত্তি পেশায় বাধ্য করার অভিযোগে গতকাল রোববার মানবপাচার আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় দুজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

উল্লেখ্য, এর আগে ওই হোটেলে দেহব্যবসা করা হয় এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। 

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ