হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১০৬

প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫৮ জন। পটুয়াখালী সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ১ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, কলাপাড়ায় ১৪ জন, দশমিনায় ৭ জন, গলাচিপায় ১ জন, বাউফলে ৩৮ জন, দুমকী ২ জন, মির্জাগঞ্জে ২৬ জন। 

করোনার শুরু থেকে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫৮ জন। বর্তমানে জেলায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৯২৩ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ৪৩ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৮৮০ জন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বলেন, জেলায় আগের চেয়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। সবাই সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে করোনার সংক্রমণ ঠেকানো যাবে না।

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার