হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় লেইস প্রশিক্ষণরত নবীন শিক্ষকদের মিলনমেলা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্র সৈকতে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় প্রশিক্ষণরত নবীন শিক্ষকরা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় প্রশিক্ষণরত নবীন শিক্ষকদের অংশগ্রহণে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। খুলনা, রাজশাহী ও যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে আগত ১২০ জন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।

শনিবার (১৪ জুন) খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে সফরের সূচনা হয়। সফরে খুলনা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৌফিক আহমেদের নেতৃত্বে ৪০ জন প্রশিক্ষণার্থী ও চারজন প্রশিক্ষক অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সুজাউদ্দৌলাহ, সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান, মো. হাফিজুর রহমান খান এবং সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহ।

এই মিলনমেলায় খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও নড়াইল জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নবীন শিক্ষকেরা অংশ নেন।

শিক্ষক প্রশিক্ষণার্থী কমলেন্দু গুপ্ত বলেন, ‘খুলনা, রাজশাহী ও যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনটি গ্রুপ এখানে এসেছি। শনিবার বিকেলে কুয়াকাটায় এসে গ্রুপ ছবি, সমুদ্রস্নান, দর্শনীয় স্থান ভ্রমণ, র‍্যাফেল ড্র, কেনাকাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সময় কাটিয়েছি।’

অপর প্রশিক্ষণার্থী মোস্তফা যুবায়ের আলম বলেন, ‘সারা রাত সৈকতের বেঞ্চে নাচ, গান করে সময় কেটেছে। এত আনন্দ করেছি, একটুও ঘুমাইনি।’

সহযোগী অধ্যাপক ও কোর্স কো-অর্ডিনেটর মো. আনিসুর রহমান বলেন, ‘মাধ্যমিক স্তরের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ৫৬ দিনের লেইস প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে সব নবীন শিক্ষকই এ প্রশিক্ষণের আওতায় আসবেন।’

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার