হোম > সারা দেশ > পটুয়াখালী

সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়লে ফ্যাসিবাদ দ্রুতই ফিরবে: নুর

পটুয়াখালী প্রতিনিধি

গলাচিপা পৌরসভা মঞ্চে বিএনপির নেতা শাহজাহান খানের স্মরণসভা। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপি মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ, এই পটপরিবর্তনের পর আমরা যদি এখনই সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে বিভক্ত হয়ে যাই, তাহলে ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদ আবারও পুনর্গঠন হলে বাংলাদেশ ভয়ংকর সংকটে পড়বে।’

আজ বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা পৌরসভা মঞ্চে বিএনপির নেতা শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘আপনারা জানেন, দেশ স্বাধীনের পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত কী নির্মম, নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছিল। সেই বাকশালের কালো থাবা ’৯৬–তে শেখ হাসিনা দিতে না পারলেও ২০০৮ সালে কিন্তু ঠিকই দিয়েছে। এই রকমের বাকশালি চিন্তার ফ্যাসিস্ট রাজনৈতিক দলের আগামী বাংলাদেশে কোনো জায়গা হবে না।’

নুর আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী ভাই জেলা বিএনপিকে চিঠি দিয়েছিল গলাচিপা-দশমিনায় আমাকে সাহায্য করার জন্য। বিএনপির নেতা–কর্মীদের থেকে অনেক সাহায্য পেয়েছি, কিন্তু কিছু নেতা–কর্মী সাহায্য না করে বরং অসৌজন্যমূলক আচরণ করেছেন। আমি চর অঞ্চল থেকে উঠে এসেছি, অনেক ঘাত–প্রতিঘাত ধাক্কা খেয়ে এখানে এসেছি। তাই আমাদের ছোটখাটো ধাক্কা দিয়ে দাবানো যাবে না।’

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্ব স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন মরহুম শাহজাহান খানের সহধর্মিণী আনোয়ারা খান। বক্তব্য দেন মরহুম শাহজাহান খানের ছেলে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান, উপজেলা যুবদলের সদস্যসচিব আশীষ কুমার সাহা, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মো. শাহাবুদ্দিন শিকদার প্রমুখ।

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার