হোম > সারা দেশ > পটুয়াখালী

কনটেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তদের আগুন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের এই বাড়িতে আগুন দেওয়া হয়।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রাত সোয়া ২টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত আগুন নেভাতে যাই। ততক্ষণে আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদ ও অক্ষত আছে।’

এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, ‘আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি। কিছু নাই। সব শেষ হয়ে গেছে।’

কাফির বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই। তাদের সঙ্গে আমরাও আগুন নেভানোর কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত, কারণ জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। সবাই খালি কাপড়ে নেমে পড়েছে। কোনো রকমে জানে বেঁচে গেছে।’

এ বিষয়ে নুরুজ্জামান কাফি বলেন, ‘সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, স্লোগান দিয়েছি। এ কারণে আজ আমার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার বিপ্লব বিজয়ের পর নতুন সরকার দেশ পরিচালনা করছে। সেনাবাহিনী মাঠে রয়েছে। সে অবস্থায় আমার পরিবারের ছয় সদস্যকে ঘরে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি সরকারের কাছে ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রজপাড়া এলাকার আগুনের ঘটনা নিয়ে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নূরুজ্জামান কাফির বাবা উপজেলার রজপাড়া দ্বীন এ এলাহী দাখিল মাদ্রাসার সুপার। কাফিরা দুই ভাই। করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কনটেন্টে ভাইরাল হন কাফি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে কিছু নেতিবাচক আলোচনা হচ্ছে।

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল