হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় রফিকুল ইসলাম মৃধা (৫০) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাত ১২টায় ওই শিশুর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।   

মামলা সূত্রে জানা যায়, অভাবের তাড়নায় প্রায় ৪ মাস আগে ওই শিশুকে রফিকুল ইসলামের বাড়িতে গৃহকর্মীর কাজে দেন ওই শিশুর বাবা। ওই শিশু গৃহকর্মীকে তিনতলা বাড়ির নিচ তলায় থাকতে দেন তিনি। গত ৯ আগস্ট রাতের খাবার শেষে কক্ষের ছিটকিনি ভাঙা থাকায় দরজা চাপিয়ে ঘুমিয়ে পরে ওই শিশু। পরে ওই দিন রাত দেড়টার দিকে রফিকুল ইসলাম ওই শিশু গৃহকর্মীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরের দিন ওই শিশু অসুস্থতার কথা বলে নিজ বাড়িতে চলে আসেন। সে আর রফিকুল ইসলামের বাড়িতে কাজে যাবে না বলে তার পরিবারকে জানিয়ে দেয়। না যাওয়ার কারণ জানতে শিশুটির পরিবার চাপাচাপি করলে সে তার মাকে ধর্ষণের বিষয়টি খুলে বলে। পরে গতকাল শিশুটির বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা