হোম > সারা দেশ > পটুয়াখালী

বড়দিনকে কেন্দ্র করে কুয়াকাটায় ভিড়, খালি নেই হোটেল-মোটেল

পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি

বড়দিনকে কেন্দ্র করে পর্যটক সমাগমে মুখরিত কুয়াকাটা। সাপ্তাহিক ছুটি ও বড়দিনের বন্ধে এরই মধ্যে কুয়াকাটার শতভাগ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তা নিয়ে বেশ সচেতনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

প্রতিবছর পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে বিমোহিত পর্যটকেরা। ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে থাকে উপচে পড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকেরা ছুটে আসেন এখানে। এর ধারাবাহিকতায় এবারও পর্যটন মৌসুম শুরু হয়েছে। এবার আগত পর্যটকদের বিনোদনে যুক্ত হয়েছে প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে বঙ্গোপসাগরের অথই জলে জেগে ওঠা চর বিজয় এবং সুন্দরবনে নৌভ্রমণ। 

হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এম এ মোতালেব শরীফ বলেন, ‘কুয়াকাটায় সর্বমোট ১৬০টি আবাসিক হোটেল-মোটেল রয়েছে। শুক্রবার ও বড়দিনের বন্ধ উপলক্ষে শতভাগ কক্ষ বুকিং হয়ে গেছে।’ 

কুয়াকাটা পর্যটন মোটেল অ্যান্ড ইয়ুথ ইনের পরিচালক শাহজাহান কবির জানান, আমাদের পর্যটন মোটেলে ৮০টির বেশি কক্ষ রয়েছে, সেগুলো অগ্রিম বুকিং হয়েছে। এখনো অনেকে ফোন দিচ্ছেন, কিন্তু কাউকে কক্ষ দিতে পারছি না। তিনি আরও জানান, কুয়াকাটায় অবস্থানরত প্রথম ও দ্বিতীয় শ্রেণির হোটেলগুলো অনেক আগেই বুকিং হয়ে যায়। তবে তৃতীয় শ্রেণির হোটেলগুলোতে কিছু রুম ফাঁকা থাকে। 

সমুদ্রসৈকত উপভোগে আসা আট হাজার পর্যটকের রাত্রিযাপনের জন্য ব্যবস্থা রয়েছে কুয়াকাটায়। গত ১৬ ডিসেম্বর টানা তিন দিনের বন্ধে প্রায় ৩০ হাজার পর্যটকে মুখর ছিল কুয়াকাটা। 

কুয়াকাটা জোনের ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, বড়দিনকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ প্রস্তুত রয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী