হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়ত্রী দেবনাথ (১৪) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।

জয়ত্রী দেবনাথ শহরের সবুজবাগ প্রথম লেনের বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথের মেয়ে এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা গেছে, তিন দিন ধরে জ্বরে ভোগার পর গত রোববার রাতে জয়ত্রীকে শহরের স্থানীয় চিকিৎসকের পরামর্শে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার বিকেলে বরিশালের কাছাকাছি পৌঁছালে পথেই তার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবু বকর সিদ্দিক জানান, রোগীর শরীরে প্ল্যাটিলেট মাত্র ২০ হাজারে নেমে গিয়েছিল এবং ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট হচ্ছিল। একপর্যায়ে প্ল্যাটিলেট কমে দাঁড়ায় মাত্র ৭ হাজারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্ট ও অঙ্গ বিকলের কারণে জয়ত্রীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘রোগীকে ভর্তি করার সময় প্রেসার ছিল অস্বাভাবিকভাবে কম; যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শহরের সবুজবাগ এলাকা বর্তমানে ডেঙ্গুর জন্য ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো তিনজনের। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৩ জন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী