হোম > সারা দেশ > পটুয়াখালী

গলাচিপায় কাউন্সিলর পদপ্রার্থীকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাহেব আলী মাতব্বরকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ২টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে সাহেব আলীর গলায় গুরুতর জখম হয়। বর্তমানে তিনি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

সাহেব আলীর স্বজনেরা জানান, রাতে বাড়ির সামনে নেতাকর্মীদের নিয়ে কথা বলছিলেন। এ সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে একটু দূরে গেলে হঠাৎ করেই কয়েকজন যুবক অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সাহেব আলীর গলায় ও বুকে ধারালো অস্রের আঘাত রয়েছে। চিকিৎসা দিয়ে তাঁকে ভর্তি রাখা হয়েছে। 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শওকত আনোয়ার বলেন, ‘ঘটনার সাথে সাথেই পুলিশ সেখানে উপস্থিত হয়। এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা হবে।’ 

জেলা সিনিয়র নির্বাচন অফিসার আবি শাহানুর খান বলেন, ‘প্রার্থীর ওপর হামলার ঘটনার বিষয়ে আমি অবগত নই। তবে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’ 

উল্লেখ্য, আগামীকাল ২৮ নভেম্বর গলাচিপা পৌরসভা নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই