হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তলসহ বিএনপি নেতা আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

আটক বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজী। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। জ বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের সুবিদখালী এলাকায় নিজের বসতঘর থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ঘর থেকে একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।

বিএনপি নেতাকে আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ। তিনি বলেন, জাহাঙ্গীর আলম ফরাজীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মির্জাগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজীর সুবিদখালী এলাকায় নিজের বসতঘরে মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রিমান রাফিন নিশাত আরও বলেন, অভিযান চলাকালে জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে তল্লাশির পর বাড়ির দুটি ভিন্ন কক্ষে লুকিয়ে রাখা যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে এবং আটক করা জাহাঙ্গীর ফরাজীকে আইনি প্রক্রিয়ার জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জাহাঙ্গীর আলম ফরাজী মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে থাকার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন নান্নু মুন্সি।

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার