হোম > সারা দেশ > পটুয়াখালী

২২-এর ঘটনা, ২৫-এর মামলা, ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

গ্রেপ্তার ছাত্রলীগ সভাপতি রিয়াদ হোসেন অপু সিকদার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি রিয়াদ হোসেন অপু সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদরের নিজ বসতঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ছায়েদ আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২ সালের ৬ মার্চ বিকেলে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ওই হামলা চালায় বলে অভিযোগ বিএনপির। এ ঘটনায় বেতাগীসানকিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৪৮ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় রিয়াদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, বিএনপির নেতার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভাপতিকে গ্রেপ্তার করে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী