হোম > সারা দেশ > পটুয়াখালী

সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় এক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় এক ব্যক্তি। এ মামলার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর হাতে দেওয়া হয়। আজ রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালতে এ আদেশ দেওয়া হয়। 

এর আগে উপজেলার ধূলাসার ইউনিয়নের পশ্চিম ধূলাসার গ্রামের মো. জামান হোসেন বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় ধূলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, তাঁর ভাই আজিজ আকনসহ চারজনকে আসামি করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, ধূলাসার ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন, তার ভাইসহ আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নামে বেনামে ভুয়া প্রকল্প তৈরি করেন। ২০১৭-২০১৮ অর্থ বছরে শেখ রাসেল স্মৃতি সংসদ সংস্কার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার ৮১০ টাকা, নতুনপাড়া মমিন সিকদার বাড়ি থেকে কালাম মৃধার বাড়ি পর্যন্ত সড়ক সংস্কার প্রকল্পের ১ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা, ২০১৯-২০২০ অর্থ বছরে নতুনপাড়া কমিউনিটি ক্লিনিক সংস্কার ও আসবাবপত্র সরবরাহ প্রকল্পের ২ লাখ টাকা, চাপলীবাজার হারুন খানের বাড়ির সামনে স্ট্রিট লাইট স্থাপনের ৭০ হাজার টাকাসহ একাধিক উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের ১৩ লাখ ৩৫ হাজার ৪৮ টাকা কোনোরকম কাজ না করে আসামিরা উত্তোলন করে আত্মসাৎ করেন।  

তবে ইউপি চেয়ারম্যান আ. জলিল আকন এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। জামান হোসেন ধূলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য। ধূলাসার ইউনিয়নের নির্বাচন আসন্ন হওয়ায় তাঁর বিরুদ্ধে তিনি কল্পিত অভিযোগে মামলা করেছেন।

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই