হোম > সারা দেশ > পটুয়াখালী

১১ মাসেও হয়নি পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি  

পটুয়াখালী প্রতিনিধি

কাল বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে পটুয়াখালী জেলা ছাত্রলীগ থাকলেও দীর্ঘ ১১ মাস নেই কোন কার্যকরী কমিটি। ফলে নেতা কর্মীদের মধ্যে হতাশা এবং দলের মধ্যে শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। কয়েক দফায় কেন্দ্রীয় ছাত্রলীগ জেলা ছাত্রলীগের সম্ভাব্য প্রার্থীদের পক্ষ থেকে সিভি নিলেও কমিটি দেওয়ার ক্ষেত্রে কোন অগ্রগতি চোখে পরেনি। এমন পরিস্থিতিতে কমিটিতে নিজের পদ বাগিয়ে নিতে কেন্দ্রীয় নেতাদের কাছে ধন্যা ধরছেন সবাই। মাসের পর মাস ঢাকায় অবস্থান করে তদবিরে ব্যস্ত আছেন জেলা ছাত্রলীগের কয়েক ডজন নেতা। এ ক্ষেত্রে বিপুল পরিমান অর্থের লেনদেন হচ্ছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।

জানা যায়, ২০১৭ সালের জুলাই মাসে হাসান সিকদারকে সভাপতি ও ওমর ফারুক ইকবাল হোসেন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সে সময় এক বছরের জন্য কমিটি ঘোষনা করা হলেও গত ২০১৮ সালের ২৪ জুলাই কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে ২০১৯ সালের ২৯ জুন জেলা ছাত্রলীগের কমিটি পূর্নাঙ্গ করা হয়। পরবর্তীতে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারী পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এর পর পদ প্রত্যাশীদের কাছ থেকে সিভি নিলেও জেলা কমিটি আর আলোর মুখ দেখেনি। বর্তমানে কয়েক ডজন ছাত্রলীগ নেতা রয়েছেন যারা জেলা ছাত্রলীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক হতে আগ্রহী। প্রতি মাসেই দুই থেকে তিনবার ঢাকা সফর করছেন এবং বিভিন্ন মাধ্যমে তদবির চালাচ্ছেন।

তবে সাম্প্রতিক সময় বিভিন্ন জেলার কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রদান করায় সাবেক ছাত্রলীগ নেতারা এটাকে অস্বাভাবিক প্রক্রিয়া বলছেন। অনেকে বলছেন সম্মেলন ছাড়া একটি জেলা কমিটি দেওয়া হলে অনেক সময় প্রকৃত এবং যোগ্য নেতারা বঞ্চিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চন্দ্র শীল বলেন, ‘একটি জেলায় ছাত্রলীগের কমিটি না থাকলে সাংগঠনিক নেতা কর্মীরা দুর্বল হয়ে যায়। সম্মেলন ছাড়া বর্ধিত সভা করে সিভি নিয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দেওয়া আমার ১৭ বছরের ছাত্রলীগে আমি কখনো শুনিনি। এটা কখনো গণতন্ত্রের মধ্যে পড়ে না।’

জেলা ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে অনুরোধ ঐতিহ্যবাহী এই ইউনিটকে মৃতপ্রায় অবস্থা হতে উদ্ধার করে ইউনিটের গতিশীলতা ফিরিয়ে আনায়নের নিমিত্তে যত দ্রুত সম্ভব জমাকৃত জীবন বৃত্তান্ত গুলো যাচাই বাঁচাই করে একটি প্রশ্নাতীত, হাইব্রিড মুক্ত কমিটি ঘোষণা করে পটুয়াখালী জেলা ছাত্রলীগকে আবারও সুসংগঠিত এবং শক্তিশালী একটি ইউনিটে রূপান্তরিত করার দ্বার উন্মুক্ত করে দেওয়ার জন্য।’

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান শিকদার বলেন, ‘আমরা ৪ বছর সঠিকভাবে দায়িত্ব পালন করেছি। বিগত ১১ মাস ধরে পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি নেই আমি ব্যক্তিগত ভাবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকে একাধিক বার বলেছি সম্মেলনের মাধ্যমে দুটি ভালো ছেলেকে কমিটি দেওয়ার  কথা। কমিটি বিহীন ছাত্রলীগ চলতে পারে না অতি দ্রুত কমিটি দেওয়ার  অনুরোধ করছি।’

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা