হোম > সারা দেশ > পটুয়াখালী

সাংবাদিকের ওপর হামলা করা সেই কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুরে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনার মামলায় চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহিপুর থানার পুলিশ। আজ বুধবার ভোরে কলাপাড়ার চাকামইয়া ব্রিজ এবং ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় মহিপুর ও কলাপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন  সুমন খান (২০), রনি (১৯) ওসমান (১৯) ও শাহীন (২২)। 

উল্লেখ্য, গত শনিবার মহিপুর শেখ রাসেল সেতুর সংযোগস্থলে একটি স্থানীয় পত্রিকার সংবাদকর্মী হাসান হাওলাদার (২৫) ও রাকিবকে (২০) পিটিয়ে আহত করেন স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান খলিলসহ একদল কিশোর। এ সময় সাংবাদিক হাসান হামলা থামাতে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান। এ হামলায় রাকিবের কোমরে ১৪টি সেলাই দিতে হয়। এ ঘটনার পর আহত রাকিবের মা বাদী হয়ে মো. খলিলকে প্রধান করে ২২মে আদালতে এবং ২৪মে মহিপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মো. আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মহিপুর থানা এলাকায় কোনো ধরনের সংঘবদ্ধ কিশোর অপরাধ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। তাদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে। এ ছাড়া অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আপনার সন্তান কোথায় যায়, কী করে—এ বিষয়ে একটু ভালোভাবে খোঁজ-খবর রাখবেন।’ 

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা