পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিশৃঙ্খলভাবে ভাসমান দোকান পরিচালনার দায়ে পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বেলা ১১ টার দিকে সমুদ্র সৈকত কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় কুয়াকাটা টুরিস্ট পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে মো. রাসেলের আচারের দোকান, মো. শামিম খলিফার আচারের দোকান, সাইমুন খাসকেলের আচারের দোকান এবং ফজলু গংদের ভাসমান খাবারের দোকান।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের অবস্থান দেখে দোকানিরা পছন্দ মতো পণ্যের দাম রাখছে। দুর্গা পূজায় আগত পর্যটকদের সঙ্গে যাতে এমনটা না করতে পারে তার জন্য এ সতর্কতা মূলক অভিযান।