হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এনসিপির আলোচনা সভা

পটুয়াখালী প্রতিনিধি

আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও মতবিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ সভায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ বলেন, ‘আমরা খুব স্বল্প পরিসরে একটি আলোচনা সভার আয়োজন করেছি। মূলত জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছিলাম। শহীদ ও আহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এই আয়োজন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘আমাদের জেলায় একটি কমিটি রয়েছে, যা জুলাই আন্দোলনে আহত ও নিহতদের যাচাই-বাছাইয়ের কাজে নিয়োজিত। আমি নিজেও সেই কমিটির একজন সদস্য হিসেবে কাজ করি। হাসপাতালের সভাকক্ষে আহত বা শহীদ পরিবার-সংক্রান্ত কর্মসূচি হয়েছে।

আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহমুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় সদস্য আবু সাইদ মুসা, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ, পটুয়াখালী জেলার ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম সালমান, রাইয়ান সাকের এ ছাড়াও বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী