হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে স্ট্রোক করে প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাজনা কদমতলা নূরানী আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির (৪৭) হঠাৎ স্ট্রোক করে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী এক বাড়িতে এ ঘটনা ঘটে। 

হুমায়ুন কবির মির্জাগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পাশের দুমকী উপজেলার বাজার রোড এলাকায়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, হুমায়ুন কবির নির্বাচনী দায়িত্ব পালনের জন্য শনিবার বিকেলে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাজনা কদমতলা নূরানী আলিম মাদ্রাসা ভোটকেন্দ্রে আসেন। ভোটকেন্দ্রের সব কাজ শেষে তিনি মাগরিবের নামাজ পড়তে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি স্ট্রোক করে মারা যান। 

ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, আজ রোববার এ উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি একটি ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। ওই কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, হুমায়ুন কবির সাহেবের মৃত্যুর বিষয়টি জেনেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি একজন ভালো ফিল্ড সুপারভাইজার ছিলেন। 

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই