হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে প্রায় ২৭ হাজার ক্যান অবৈধ চীনা বিয়ার জব্দ, গ্রেপ্তার ৩

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ২৬ হাজার ৮৮০ ক্যান আমদানি নিষিদ্ধ চীনা বিয়ার জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার ভোরে পটুয়াখালী টোল প্লাজায় একটি কাভার্ড ভ্যানে এসব বিয়ার পাওয়া যায়। 

এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)। বাসিরুল ও মেহেদী পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্রের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে কর্মরত। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পটুয়াখালী টোল প্লাজা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে। প্রতিটি ক্যান ৩৩০ এমএল ওজনের মোট ৮ হাজার ৮৭০ লিটার বিয়ার জব্দ করা হয়। এর বাজারমূল্য ২ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকা। 

ধারণা করা হচ্ছে, চীন থেকে নৌপথে এসব বিয়ার পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে তা জব্দ করা হয়। বরিশাল বিভাগে জব্দ করা অবৈধ বিয়ারের এটাই সবচেয়ে বড় চালান। 

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী