হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল: দাবি আদায়ে ইন্টার্নদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

পটুয়াখালী প্রতিনিধি

ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতাল সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণসহ তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। দাবি না মানলে তাঁরা চিকিৎসাসেবা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন।

আজ শনিবার সকালে হাসপাতালের আউটডোরের সামনে মানববন্ধনে তাঁরা এই আলটিমেটাম দেন। আজ সকাল ১০টায় শুরু হয় তাঁদের ২৪ ঘণ্টার আলটিমেটাম।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি মো. সবুর হোসেন বলেন, ‘আমরা কাউকে প্রতিপক্ষ হিসেবে দেখি না। আমরা চাই পটুয়াখালীতে আধুনিক ও সুশৃঙ্খল স্বাস্থ্যসেবা নিশ্চিত হোক। কোনো রোগী সুস্থ হয়ে ফিরলে আমরা খুশি হই। তিন দফা দাবি আদায়ে আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি।’

মানববন্ধনে বক্তারা বলেন, ডাক্তার, নার্স, মেডিকেল শিক্ষার্থী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। দাবি আদায় না হলে মেডিকেল কলেজ ও হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি উচ্চরণ করেন তাঁরা।

ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

মানববন্ধনে ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতাল ক্যাম্পাসে চিকিৎসক, নার্স, সংশ্লিষ্ট কর্মচারী, মেডিকেল শিক্ষার্থী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা; তদন্ত চলাকালে অযৌক্তিকভাবে ওএসডি করা শামিম আল আজাদকে পুনর্বহাল করা এবং ২৫০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতাল চালু ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি তুলে ধরেন।

তাঁরা আরও বলেন, ‘১৪ এপ্রিলের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালে প্রতিদিন ৬০০–এর বেশি রোগী ভর্তি হন। অথচ সেখানে কর্মরত চিকিৎসক রয়েছেন মাত্র ২০ জন, যেখানে প্রয়োজন প্রায় ১৮০ জন। এমন পরিস্থিতিতে শামিম আল আজাদকে ওএসডি করায় চিকিৎসাসেবা আরও ব্যাহত হবে।’

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো যৌক্তিক। আমরা সরকারের কর্মচারী, রোগীদের ভোগান্তি হয় এমন কর্মসূচি না করার জন্য অনুরোধ করছি। আশা করছি, দ্রুতই এর সমাধান হবে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী