হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে ছিনতাই চক্রের পাঁচ নারী সদস্য গ্রেপ্তার 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ‘ছিনতাই চক্রের’ পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা-পুলিশ। এরা চলন্ত বাসে, মহাসড়কে কিংবা পর্যটন এলাকায় ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে তাঁদের শেখ কামাল সেতুর উত্তর পাড় মহাসড়ক থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তাসমিনা বেগম (২৪), কুলসুম আক্তার ওরফে রোজিনা (২৬), গুলনাহার ওরফে আমেনা (৪০), ফাতেমা আক্তার (৪০) ও সুরাইয়া আক্তার (২০)। এদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর থানার ধরমন্ডল এলাকায়। এ চক্রটি আলীপুর মৎস্য বন্দরের মো. হালিমের বাসায় ভাড়া থাকত। এ ঘটনায় কলাপাড়া থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর আলীপুর থেকে পটুয়াখালীগামী একটি লোকাল বাসে যাত্রী সেজে ওঠে এ চক্রটি। একই বাসে কলাপাড়ার ইটবাড়িয়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মুন্নি আক্তার তার মাকে নিয়ে আলীপুর থেকে কলাপাড়ায় আসছিলেন। কলাপাড়া বাস স্টপেজে এসে বাসটি পৌঁছালে বাস থেকে নামার সময় মুন্নির মায়ের গলার পৌনে এক ভরি ওজনের স্বর্ণালংকার চক্রের সদস্য তাসমিনা বেগম টান দিয়ে ছিনিয়ে নেয়। এ সময় বাসস্ট্যান্ডে থাকা লোকজন এ চক্রের অপর চার সদস্যকে ধরে কলাপাড়া থানা-পুলিশে সোপর্দ করেন। পুলিশ আটক হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করে রাত ৩টার দিকে আলীপুর থেকে তাকমিনাকে গ্রেপ্তার করে এবং স্বর্ণালংকার উদ্ধার করে।

কলাপাড়া থানার উপরিদর্শক (এসআই) হ‌ুমায়ূন কবির জানান, এ চক্রটি কুয়াকাটা পর্যটন এলাকাসহ বিভিন্ন স্থানে চলন্ত বাসে ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিল। এদের নামে বিভিন্ন থানায় ছিনতাই-চুরিসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। আজ বুধবার নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

এই মুহূর্তে বিএনপি ছাড়া কোনো দল দেশ পরিচালনায় সক্ষম নয়: নুর

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

যৌনকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, কুয়াকাটায় জামায়াত নেতা বহিষ্কার

পটুয়াখালীতে বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালীর দুমকী: পানির স্তর নেমে গেছে তীব্র সংকটে মানুষ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দশমিনায় গণঅধিকার পরিষদের কালো পতাকা মিছিল

গরুতে ধান খাওয়া নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল