হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে ছিনতাই চক্রের পাঁচ নারী সদস্য গ্রেপ্তার 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ‘ছিনতাই চক্রের’ পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা-পুলিশ। এরা চলন্ত বাসে, মহাসড়কে কিংবা পর্যটন এলাকায় ছিনতাই, চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল বলে দাবি করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পরে তাঁদের শেখ কামাল সেতুর উত্তর পাড় মহাসড়ক থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তাসমিনা বেগম (২৪), কুলসুম আক্তার ওরফে রোজিনা (২৬), গুলনাহার ওরফে আমেনা (৪০), ফাতেমা আক্তার (৪০) ও সুরাইয়া আক্তার (২০)। এদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর থানার ধরমন্ডল এলাকায়। এ চক্রটি আলীপুর মৎস্য বন্দরের মো. হালিমের বাসায় ভাড়া থাকত। এ ঘটনায় কলাপাড়া থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর আলীপুর থেকে পটুয়াখালীগামী একটি লোকাল বাসে যাত্রী সেজে ওঠে এ চক্রটি। একই বাসে কলাপাড়ার ইটবাড়িয়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী মুন্নি আক্তার তার মাকে নিয়ে আলীপুর থেকে কলাপাড়ায় আসছিলেন। কলাপাড়া বাস স্টপেজে এসে বাসটি পৌঁছালে বাস থেকে নামার সময় মুন্নির মায়ের গলার পৌনে এক ভরি ওজনের স্বর্ণালংকার চক্রের সদস্য তাসমিনা বেগম টান দিয়ে ছিনিয়ে নেয়। এ সময় বাসস্ট্যান্ডে থাকা লোকজন এ চক্রের অপর চার সদস্যকে ধরে কলাপাড়া থানা-পুলিশে সোপর্দ করেন। পুলিশ আটক হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করে রাত ৩টার দিকে আলীপুর থেকে তাকমিনাকে গ্রেপ্তার করে এবং স্বর্ণালংকার উদ্ধার করে।

কলাপাড়া থানার উপরিদর্শক (এসআই) হ‌ুমায়ূন কবির জানান, এ চক্রটি কুয়াকাটা পর্যটন এলাকাসহ বিভিন্ন স্থানে চলন্ত বাসে ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছিল। এদের নামে বিভিন্ন থানায় ছিনতাই-চুরিসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। আজ বুধবার নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই