হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে সাপের ছোবলে জামায়াত নেতার মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সুলতান আহমেদ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের ছোবলে মজিদবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমিরের মৃত্যু হয়েছে। রোববার উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জামায়াতের আমিরের নাম মো. সুলতান আহমেদ (৫৮)। তিনি সুলতানাবাদ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও মজিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে গরুর জন্য ঘাস আনতে যান সুলতান। এ সময় হঠাৎ তাঁকে বিষধর একটি সাপ ছোবল দেয়। পরে তাঁকে স্বজনেরা উদ্ধার করে পার্শ্ববর্তী বরগুনা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, ‘সুলতান আহমেদ আমার একজন রাজনৈতিক সহচর ছিলেন। রোববার সকালে গরুর জন্য ঘাস আনতে গিয়ে তাঁকে সাপে ছোবল দেয়। পরে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। সোমবার সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।’

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার