পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জাহানারা বেগম। সম্প্রতি মেয়েকে নিয়ে দেশে আসেন। দ্রুতই আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মা ও মেয়ে।
নিহত জাহানারার দেবর মো. আজিজ মল্লিক বলেন, দীর্ঘদিন ধরে তাঁর ভাই স্ত্রী-সন্তান নিয়ে আমেরিকায় বসবাস করে আসছেন। গত নভেম্বর মাসে মেয়ে লুৎফুন্নাহার লিমাকে নিয়ে দেশে আসেন জাহানারা। তাঁরা বরিশালের বিএম কলেজ সড়ক এলাকায় এক স্বজনের বাড়িতে থাকতেন। দুই দিন আগে জাহানারা অসুস্থ হয়ে বরিশাল বেলবিউ ক্লিনিকে ভর্তি হন। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়।
আজ বেলা ১১টার দিকে দুর্ঘটনার শিকার ওই প্রবাসীদের বাড়ি উপজেলার কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে লোকজন চেয়ারে বসে আছেন। ঘরের ভেতরে লোকজনের কান্নার শব্দ শোনা গেলেও কেউ বের হননি।
নিহত জাহানারার বড় ভাই আশরাফ আলী বলেন, বোনের শ্বশুরবাড়ি উপজেলার একই ইউনিয়নের কারখানা গ্রামে। লাশ ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করার পর তাঁর শ্বশুরবাড়িতে দাফন করা হবে।