হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক মারা গেছেন। আজ শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

রাজেশ কুমার পাল রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের শরৎ কুমার পালের ছেলে।

রাজেশের সঙ্গে বেড়াতে আসা বোনজামাই কমল কুমার পাল জানান, গতকাল শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটায় এসে তাঁরা একটি আবাসিক হোটেলে ওঠেন। সকালে সবাই সৈকতে গোসল করতে নামেন। এ সময় রাজেশ কুমার পাল সমুদ্রের গভীর চলে গেলে কমল কুমার পালসহ অন্যরা ডাকচিৎকার করেন। একপর্যায়ে রাজেশ তলিয়ে যান। পরে ট্যুরিস্ট পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপপরিদর্শক (এসআই) মো. সবুর মিয়া বলেন, ‘সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে পর্যটকদের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে পর্যটক রাজেশ কুমার পালকে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মহিপুর থানার পুলিশের কাছে আমরা তাঁর লাশ হস্তান্তর করি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছে। তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ বলেন, সমুদ্রে ডুবে যাওয়া এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাঁকে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী

জামায়াত প্রার্থী মাসুদের বাড়ি নেই, পেশা ব্যবসা ও পরামর্শক

নুরের আসনে প্রার্থী হওয়ায় হাসান মামুনকে বিএনপি থেকে বহিষ্কার