হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় উদ্‌যাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় তুলতলী গ্রামের বৌদ্ধবিহারে গুরুদক্ষিণা উৎসবে আগত রাখাইন উপাসক-উপাসিকারা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে রাখাইনদের গুরুদক্ষিণা উৎসব। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের বৌদ্ধবিহারে এ উৎসব শুরু হয়। উৎসব উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন উপজেলার রাখাইন উপাসক-উপাসিকারা ওই বিহারে এসে পঞ্চশীল গ্রহণ করেন। পরে তাঁরা পটুয়াখালী ও বরগুনা জেলার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথেরকে গুরুদক্ষিণা প্রদান শেষে আশীর্বাদ গ্রহণ করেন। এ সময় পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেন তাঁরা। এ ছাড়া দিনভর আহার প্রদান ও ধর্মীয় আলোচনাসহ নানা আয়োজন রাখা হয়েছে।

প্রতিবছর বর্ষাবাসের আগে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ উৎসবটি উদ্‌যাপন করে আসছে রাখাইনরা। উৎসবে আসা কলাপাড়া উপজেলা অ্যাকাউন্টস কর্মকর্তা মংখেলা আজকের পত্রিকাকে বলেন, সকালে এসে এখানে পঞ্চশীল গ্রহণ করেছি। পরে গুরুদক্ষিণা প্রদান শেষে আশীর্বাদ গ্রহণ করেছি।

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভিক্ষু আজকের পত্রিকাকে বলেন, দূরদূরান্ত থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষজন এখানে মিলিত হয়েছে। পেছনের ভুলভ্রান্তি ক্ষমার জন্য একে অপরের কাছে প্রার্থনা করেছেন।

পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল

দল মনোনয়ন দিল পটুয়াখালী-১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা দিলেন পটুয়াখালী-৪ আসনে

বিএনপির মনোনয়ন বিরোধে বাউফলে ক্ষোভ-বিক্ষোভ চলছেই

দশমিনায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

‘চাঁদা না দিলে এই চরে আর তরমুজ চাষ করতে পারবি না’

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ