হোম > সারা দেশ > পটুয়াখালী

পবিপ্রবিতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী প্রতিনিধি

হাসপাতালে সামনে শিক্ষার্থীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী এইচ এম আশিকের মৃত্যুর ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার রাতে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। আদেশে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটিতে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়াকে আহ্বায়ক করার পাশাপাশি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান, মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. নিজাম উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে মো. মইন উদ্দিন, নুরে আল ফাহাদ, মীম সাদাত শাহরিয়ারসহ সাতজনকে সদস্য করা হয়েছে।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের চিহ্নিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সোমবার দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আসিফ বন্ধুদের দুমকি জনতা কলেজ পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। এ সময় তাঁর বন্ধুরা তাঁকে উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতালে নিয়ে গেলেও ইমারজেন্সি ও আইসিইউতে কোনো চিকিৎসক ছিলেন না। ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলেও সন্ধ্যা কিছু আগে আশিককে মৃত ঘোষণা করা হয়েছে। পবিপ্রবি ক্যাম্পাসে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে দ্রুত মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের পাশাপাশি সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানান সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।

পবিপ্রবিতে শুরু হলো প্রিমিয়ার লিগ

আশ্রয়ণের ঘর নিয়ে দুই নারীকে ব্ল্যাকমেলের অভিযোগ ইউএনওর গাড়িচালকের বিরুদ্ধে

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ শাপলাপাতা মাছ জব্দ

ভালো নেই দশমিনার নৌকা তৈরির কারিগরেরা

কারখানা নদীর ভয়াল থাবায় বাউফলে হাজারো পরিবারের আর্তনাদ

শখের মাশরুম চাষ থেকে বাণিজ্যিক সাফল্য বাউফলের মিলনের

জামায়াতের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি: আলতাফ

পবিপ্রবিতে ‘স্বৈরাচারের ফাঁসি’ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

পটুয়াখালী-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থীর মৃত্যু

পটুয়াখালী-৩ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নুর