হোম > সারা দেশ > পটুয়াখালী

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীতে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির জমি অধিগ্রহণের ফলে বাড়িঘর হারানো পরিবারগুলোর মধ্যে পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবি জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এ দাবি জানিয়েছেন। কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য খবির মোল্লা, মামুন মৃধা, গাজী হাজিফুর রহমান পিন্টু, সীমা বেগম ও হুমায়ুন মোল্লা। শেষে একটি বিক্ষোভ মিছিল ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, ২০১৫ সালের প্রকল্পের প্রস্তাব অনুযায়ী যাচাই-বাছাই করে ২০২০ সালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অজান্তে জমি অধিগ্রহণের নোটিশ দেওয়া হয়। ২০২১ সালে সরকার প্রকল্প বাতিল করলেও প্রশাসনের ভয় দেখিয়ে বাড়িঘর থেকে ১৭৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়। তখন থেকে তাঁরা রাস্তার পাশে ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করছেন। তাই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দ্রুততম সময়ে নবনির্মিত আবাসনে পুনর্বাসনের দাবি জানান।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী