হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয়েছে প্রবারণা উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আত্মশুদ্ধি অর্জন এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করতে পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় কুয়াকাটার আকাশে শতাধিক ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয়েছে আনুষ্ঠানিকতা।

জানা গেছে, কুয়াকাটা ছাড়াও মহিপুরের অমখোলাপাড়া, মিশ্রিপাড়া, কলাচানপাড়া, নড়াপাড়াসহ উপজেলার সব রাখাইনপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ফানুস উৎসব। উৎসব উপলক্ষে গতকাল সকালে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা এবং দিনভর বিভিন্ন মন্দিরে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বুদ্ধের স্মরণে ফল ও হরেকরকমের পিঠাপুলি বৌদ্ধভিক্ষুদের প্রদান করেন বয়স্ক নারী-পুরুষেরা। বৌদ্ধবিহারগুলোতে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নারী-পুরুষের সমাবেশ ঘটে।

ঢাকা থেকে কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা রাকিব-মিমি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে এসে কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণ করেছি। এর মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি এই ফানুস উৎসব দেখে। আমাদের বাচ্চারা ফানুস ওড়ানো অনেক উপভোগ করেছে।’ 

কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধবিহারের উত্তম ভিক্ষু বলেন, ‘আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা প্রবারণা উৎসব পালন করেছি। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে কঠিন চীবরদান উৎসব।’

উত্তম ভিক্ষু আরও বলেন, ‘এই দিনে বুদ্ধের কাছে আমাদের একটাই চাওয়া দেশ থেকে যেন সকল অশুভ শক্তি বিনাশ হয়ে যায়। পৃথিবীর সকল মানুষের জীবন কল্যাণময় হোক।’ 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী