হোম > সারা দেশ > পটুয়াখালী

সহিংসতার অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতিকে অব্যাহতি

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির সভাপতি ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির ওরফে নাইয়া কবিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা বিএনপির সভাপতি আবদুর রশিদ চুন্নু মিয়া ও সাধারণ সম্পাদক স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

উপজেলা বিএনপি সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি এমরান হোসেন সোহেলের ওপর হামলা, তাঁর বাড়ি ভাঙচুর ও হুমকি-ধমকির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য না হওয়ায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে হুমায়ুন কবিরের ছেলে ও পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিক দাবি করেন, ‘আমার বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।’

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘আমরা হুমায়ূন কবিরের অব্যাহতির চিঠি পেয়েছি। পৌর বিএনপির সিনিয়র সহসভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী